Khoborerchokh logo

কুষ্টিয়া লেডিস ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 193 0

Khoborerchokh logo

কুষ্টিয়ালেডিসক্লাবেরউদ্যোগেবার্ষিকক্রীড়াপ্রতিযোগিতা

এস এম বাদল কুষ্টিয়া থেকে:
কুষ্টিয়া লেডিস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২য় দিন। ২য় দিনে ক্যারম ও ঝুড়িতে বল নিক্ষেপ খেলার ফলাফল চূড়ান্ত হয় এবং লুডু খেলার ১ম রাউন্ড শেষ হয়।

ক্যারম প্রতিযোগিতায় ১ম আফরোজা আক্তার ডিউ,২য় কাজী সামছুন নাহার আলো,৩য় নাদিরা খানম। ঝুড়িতে বল নিক্ষেপে ১ম স্থান অর্জন করেন আফরোজা আক্তার ডিউ,২য় কাজী সামছুন নাহার আলো,এবং ৩য় নাদিরা খানম। লুডুতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী শারমিন নেওয়াজ,কুমকুম রহমান,শাহিনা আলম ও হাসিনা শামীম ১ম রাউন্ড শেষে আজ চূড়ান্ত পর্বে খেলবে।
খেলা পরিচালনা করেন ক্লাবের সহ-সভাপতি ও ডিডিএলজির সহধর্মিণী রোজি আহমেদ,সাধারণ সম্পাদক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী শিল্পী দাস,কোষাধ্যক্ষ মর্জিনা খাতুন এবং ক্রীড়া সম্পাদক হাসিনা আখতার। আজ লুডু খেলার চূড়ান্ত ও মেধা যাচাই খেলা হবে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com